লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবার উদ্বোধন

২ দিন আগে
নাগরিক হয়রানি এড়াতে ও সেবায় গতিশীলতা আনতে জন্য লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।


এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আব্দুল মোমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, সচেতন নাগরিক কমিটির সভাপতি জেডএম ফারুকী সহ পৌরশহরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামরা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

এসময় বক্তারা জানান, পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে দেয়া হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতো সেবাগ্রহীতাদের। নতুন এ অনলাইন সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন ও দেয়া সম্ভব হবে। এতে করে হয়রানি কমবে পৌরসভার নাগরিকদের।

]]>
সম্পূর্ণ পড়ুন