রোহিত শর্মার একাদশে তো নাম নেই-ই, নাম নেই ইম্প্যাক্ট সাবের তালিকায়ও। ইম্প্যাক্ট সাব হিসেবে তিলক বার্মা, করবিন বোশ, রবিন মিনজ, সত্যনারায়ণ রাজু ও কার্ন শর্মার নাম জমা দিয়েছে তারা। কী কারণে রোহিত বাদ পড়লেন?
রোহিত ফর্মের কারণে বাদ পড়েননি। মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, রোহিতের চোটসংক্রান্ত সমস্যা রয়েছে। নেটে প্র্যাকটিসের সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন, যার জেরে তাকে লখনৌর বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছে।
আরও পড়ুন: এক ম্যাচের জন্য অধিনায়ক হচ্ছেন ধোনি
রোহিত শর্মার ফর্মের মতোই অবস্থান তার দলের। রোহিত চেন্নাইয়ের বিপক্ষে যে ম্যাচে রানের খাতা খুলতে পারেননি, সেই ম্যাচে মুম্বাই ৪ উইকেটে হারে। পরের ম্যাচে হারটি ৩৬ রানে। অবশ্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। জয়ের এই ধারা লখনৌর বিপক্ষেও অব্যাহত রাখতে চান পান্ডিয়া।
লখনৌর বিপক্ষে মুম্বাইয়ের একাদশ
উইল জ্যাকস, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নামান ধির, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, দীপক চাহার, অশ্বিনি কুমার, ভিগনেশ পুথুর ও ট্রেন্ট বোল্ট।
]]>