শুক্রবার (২৭ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটে দাফন করা হবে হারিছ চৌধুরীর মরদেহ
সামিরা তানজিন জানান, তার বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে আসা হবে। আগামী রোববার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বাদ আছর কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিছ চৌধুরী প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।