রোববার জনসম্মুখে আসছেন পোপ ফ্রান্সিস

৩ সপ্তাহ আগে
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের জেমেলি হাসপাতালের জানালা থেকে হাত নাড়িয়ে ভক্তদের আশীর্বাদ করবেন তিনি।

শনিবার (২২ মার্চ) ভ্যাটিকান জানিয়েছে, ‘অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর রোমের জেমেলি হাসপাতাল থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেছেন পোপ ফ্রান্সিস।’

 

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকান নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) জানানো হয়, পোপ ফ্রান্সিসকে মাঝে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। 

 

আরও পড়ুন: ২০২৪ সালে রেকর্ড সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: আইওএম

 

বুধবার তা খুলে দেয়া হয়। চিকিৎসকেরা জানান, পোপ এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ। চিকিৎসকদের মতে, পোপের ক্রমশ শারীরিক উন্নতি হচ্ছে। এমন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যবে।

 

তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, তা দেখেই সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছেন। 

 

তবে হাসাপাতালে বসেও অল্প অল্প করে কাজ করছেন পোপ। তার ভক্তরা হাসপাতালে গিয়েই প্রার্থনার আয়োজন করছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন