রোনালদোর জায়গায় নতুন কাউকে দেখতে চান সাবেক জার্মান তারকা

৩ সপ্তাহ আগে
ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরিয়ে গেলেও এখনও মাঠে দাপট দেখাচ্ছেন আল নাসরের এই তারকা। তবে অনেকেই মনে করেন, শীর্ষ পর্যায়ে খেলার ক্ষমতা কমে গেছে রোনালদোর। ফলে তার জায়গায় নতুনদের আসা উচিত।

বয়স ৪০ পেরিয়ে গেলেও এখনও এক বিশ্বকাপের আশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেননি রোনালদো। তবে জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো ও নেশন্স লিগের মতো শিরোপা। হতে পারে, আগামী বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিবেন সিআর সেভেন। তবে সাবেক জার্মান মিডফিল্ডার ডিয়েটমার হামান মনে করেন রোনালদোর জায়গায় এখনই নতুনদের সুযোগ দেয়া উচিত।  


পর্তুগালের খেলাধুলা বিষয়ক এক গণমাধ্যম 'ওজোগো'কে সাবেক এই জার্মান মিডফিল্ডার বলেন, ‘রোনালদোর প্রভাব গত ইউরোতে খুব সীমিত ছিল। এই বিশ্বকাপে তার বয়স আরও এক বছর বেড়ে যাবে। তিনি এখনও গোল করেন, তবে পর্তুগালের গনকালো রামোসের মতো ভালো স্ট্রাইকার আছে, যে সুযোগই পাচ্ছে না। আমার মনে হয়, এখন অন্য কারও সুযোগ পাওয়া উচিত।’


আরও পড়ুন: কোর্টে মেসি পরিবারসহ উপস্থিত থাকায় নার্ভাস ছিলেন কিংবদন্তি জকোভিচ 


অনেকেই মনে করেন, রোনালদো দলে থাকায় তরুণ খেলোয়াড়দের উন্নতির সুযোগ কমে যাচ্ছে। কোচ রবার্তো মার্টিনেজের জন্য বড় চ্যালেঞ্জ হলো, ২০২৬ বিশ্বকাপে সেরা দল বেছে নেয়া।


তবে রোনালদো এখনই অবসরের কোনো ইঙ্গিত দেননি। সম্প্রতি তিনি ১৩২টি আন্তর্জাতিক জয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে তিনি গোলও করেন, যদিও একটি পেনাল্টি মিস করেছিলেন। সেই পেনাল্টি মিস করার কারণে তার সমালোচনা করেছেন ডিয়েটমার হামান।  

]]>
সম্পূর্ণ পড়ুন