রোজারিওতে পরিবারের সঙ্গে যেভাবে বর্ষবরণ করলেন মেসি

১ সপ্তাহে আগে
একজন সাধারণ আর্জেন্টাইনের মতোই নতুন বছর বরণ করেছেন লিওনেল মেসি। নতুন বছরের রাতটা পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটিয়েছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। মেসির সঙ্গে কাটানো সময়গুলো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো।

পুরো বিশ্ব নতুন বছর আনন্দের সঙ্গে বরণ করে নেয়। ব্যতিক্রম ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। নিজ শহর রোজারিওতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন মেসি। যদিও মেসি কোথায় বর্ষবরণ করেছেন তা না প্রকাশ করলেও, বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার রোজারিওতে আছেন তিনি।  


আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে কোথায় নতুন বছর উদ্‌যাপন করলেন নেইমার 
 



মেসি নতুন বছর উদযাপনের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করলেও, তার স্ত্রী রোকুজ্জো ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করেছেন। এছাড়াও, রোকুজ্জো তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির একটি ছবি পোস্ট করেছেন। যেখানে মেসির হাতে দেখা যায় তার পছন্দের পানীয় 'জারিতা'।  


এদিকে এমএলএসের নতুন মৌসুম শুরু হবে আগামী মাসে। ইন্টার মায়ামির প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি স্পোর্টিং কেসি'র বিপক্ষে। গেল মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষস্থানে থাকলেও প্লে-অফে বাদ পড়ে যায় মায়ামি। যার ফলে শিরোপা জেতা হয়নি ক্লাবটির।     

]]>
সম্পূর্ণ পড়ুন