বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়রাদের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ১২৬ রেলক্রসিংয়ের অনুমোদনহীন ৪২টি, ঝুঁকিতে পারাপার
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। যার ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।