প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা। যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম সেঞ্চুরির সঙ্গে ছিল ফাহিম খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ফাইফার। এমন জয়ের পর নির্ভার টিম টাইগ্রেস শিবির। যদি কিন্তু না রেখে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হলে অবশ্য বাংলাদেশকে জিততে হবে আরও তিন ম্যাচ। তাই এখনই স্বস্ত্বিতে থাকতে পারছে না সারোয়ার ইমরানের শিষ্যরা।
ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যার সবকটিতে জয় নিয়ে ফিরেছে জ্যোতিরা। এই ম্যাচেও পরিষ্কার ফেভারিট লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়েও ৪ ধাপ এগিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে জ্যোতিরা আছে ছয় নম্বরে, আইরিশদের অবস্থান ১১ নম্বরে।
আরও পড়ুন: জ্যোতির সেঞ্চুরি ও জান্নাতুল-ফাহিমার ঘূর্ণিতে রেকর্ড গড়া জয় বাংলাদেশের
গেল ম্যাচে ইশমা তানজিম ছাড়া রান পেয়েছেন বাকিরা। তার জন্য এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার। টাইগ্রেসদের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক গেল ম্যাচে দেখা পেয়েছেন ফিফটির। সবচেয়ে আশার ব্যাপার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উড়ন্ত সেঞ্চুরি। ১২৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ক্যাপ্টেন। ৮০ বলে করেন ১০১। ব্যাট হাতে অন্যতম ভরসা রেখেছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তাও। অপরাজিত ছিলেন ৯৪ রানে। আয়ারল্যান্ডের বিপক্ষেও তাদের ওপর থাকবে গুরুদায়িত্ব।
বল হাতে রেকর্ড গড়েন ফাহিমা ও জান্নাতুল। দুই স্পিনার নিয়েছেন ৫ উইকেট করে। আইরিশদের বিপক্ষে বল হাতে দায়িত্ব থাকবে তাদের ওপরও। তাছাড়া পেসার মারুফার সঙ্গে নাহিদাও দেখাচ্ছেন ছন্দ। গুরুত্বপূর্ণ ম্যাচে আইরিশদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রানের মধ্যে আছেন গ্যারি লুইস এবং অ্যামি হান্টার। টাইগ্রেস বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও। একই সঙ্গে বোলিংয়ে আছেন ওরলা ও মাগুইর। এখন দেখার বিষয় জ্যোতি বাহিনী জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না।