রূপনগরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পুড়ে যাওয়া গার্মেন্টস থেকে নারীর মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
রাজধানীর মিরপুর রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ১২ দিন পর পুড়ে যাওয়া গার্মেন্টস থেকে মার্জিয়া সুলতানা (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) মেয়ের বাবা এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে নিখোঁজ থাকা মেয়েটির অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করেন।


মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

 

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পোশাক কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।


তিনি জানান, উদ্ধার হওয়া লাশটি ছেলের না মেয়ের তা বোঝা যায়নি। ঘটনার পর থেকে একটি পরিবার তাদের মেয়ে নিখোঁজ থাকার বিষয়টি অভিযোগ করছিল। হতে পারে লাশটি সেই মেয়ের।

 

আরও পড়ুন: মিরপুরে অগ্নিকাণ্ড: বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস, বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ


এদিকে, মার্জিয়া সুলতানার বাবা সুলতান মিয়া জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামে। স্বামী জয় মিয়ার সাথে একই গার্মেন্টসে চাকরি করত মার্জিয়া। ঘটনার পর জয়ের লাশ পাওয়া যায়। তবে নিখোঁজ ছিলেন মার্জিয়া। 


এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল। এর আগে গত ১৯ অক্টোবর রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় আগুনে প্রাণ হারানো ১৬ জনের মরদেহ।


গত ১৪ অক্টোবর দুপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন