বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত দশটার দিকে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী স্বপনকে পৌরসভা কার্যালয়ের সামনে খুঁজতে আসে।
স্বপনকে না পেয়ে তারা পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাভেল। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অস্ত্রসহ ‘এডিটেড’ ছবি প্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
এদিকে পাভেল হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।