শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন শাহীন।
মৃত শাহীন রাজধানীর মুগদা এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে চাকরি করতেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মুগদা এলাকা থেকে তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেল চালিয়ে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ঘুরতে যান শাহীন। সেখানে পৌঁছে তারা চারজন গোসল করতে সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে নামেন। এ সময় তারা সাঁতার কেটে পুকুরের এক পাড় থেকে অপর পাড়ে যাওয়ার সময় পানিতে ডুবে তলিয়ে যান শাহীন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
তিনি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১টার দিকে নিখোঁজ শাহীনের মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘পরিবারের কাছ থেকে জেনেছি ছেলেটি তেমন ভালো সাঁতার জানতো না। পুকুরটিও খুব গভীর। যে কারণে পুকুরে গোসল করতে নেমে সে গভীর পানিতে ডুবে যায়। পরে মরদেহ উদ্ধার হলে ময়নাতদন্ত শেষে শাহীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’