রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে নেছার খাঁন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মোহাম্মদ মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেক্রেটারি।

 

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ কর্মী ছিলেন বলে কয়েক মাস আগে নেছার খাঁনকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে তার ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

আরও পড়ুন: আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করা সেই ছাত্রলীগ নেতা রাশিয়ায়!

 

শিক্ষার্থীরা জানান, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেছার খাঁন বিরোধিতা করেছেন। সাধারণ ছাত্রদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতেন।

 

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী ইসলাম বলেন, 

নেছার খাঁন গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি ওই ইউনিভার্সিটির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেক্রেটারি। আমরা তার ফেসবুক আইডি ঘেঁটে দেখেছি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ফেসবুকে নিয়মিত নানা ধরণের উসকানিমূলক পোস্ট দিয়েছিলেন। আন্দোলনের বিরুদ্ধে তিনি ফেসবুকে খুবই সক্রিয় ছিলেন। সেই কারণে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তখন থেকেই তার উপর ক্ষিপ্ত।

 

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘বৃহস্পতিবার নেছার খাঁন ইউনিভার্সিটিতে গেলে শিক্ষার্থীরা তার উপর চড়াও হয়। খবর পেয়ে আমরা বিকেলে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে আটক করে নিয়ে আসি। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন