রুমায় ব্যাংক ডাকাতির সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

২ সপ্তাহ আগে
১৫ মাস পর রুমায় ব্যাংক ডাকাতির সময় পুলিশের লুট হওয়া ২ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ৩ জুলাই বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও নানা সরঞ্জামের মধ্যে একটি এসএমজি ও একটি চায়না রাইফেল পুলিশের লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুন্নুয়াম পাড়ায় কেএনএফ এর সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় একজন কমান্ডারসহ ২ সন্ত্রাসী নিহত হয়।

 

পরে ঘটনাস্থল থেকে ৩ টি অত্যাধুনিক এসএমজি, ১ টি চাইনিজ রাইফেল, ৩৬৪ রাউন্ড এ্যামুনিশেন ওয়াকিটকি মোবাইল নগদ অর্থসহ বেশ কিছু সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র গুলো যাচাই বাছাই করার পর সেখানে ব্যাংক ডাকাতির সময় লুট হওয়া পুলিশের ২ টি অস্ত্র শনাক্ত করা হয়।

 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য আটক

 

এবিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, আমরা জব্দ তালিকার সাথে অস্ত্রের নাম্বার মিলিয়ে দেখার পর নিশ্চিত হয়েছি একটি এসএমজি ও একটি চায়না রাইফেল ব্যাংক ডাকাতির সময় কেএনএফ এর লুট করে নিয়ে যাওয়া অস্ত্র।

 

আরও পড়ুন: কেএনএফের আরও ৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

 

উল্লেখ্য, ২০২৪ সালের ২ এপ্রিল কেএনএফ সন্ত্রাসীরা রুমা সোনালী ব্যাংকে হামলা করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র লুট করে।

]]>
সম্পূর্ণ পড়ুন