রিয়াল ছেড়ে দিলে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন আনচেলত্তি

২ সপ্তাহ আগে
আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে হেরেছে ২-১ ব্যবধানে। এমন বাজে পারফরম্যান্সের পর তাই কথা উঠছে বার্নাব্যুতে কোচ আনচেলত্তির থাকা নিয়ে। ইতালিয়ান কোচ অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, রিয়াল ছেড়ে দিলে কোনো সমস্যা নেই তার। ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন তিনি।

সময়টা ভালো যাচ্ছে রিয়ালের। লা লিগার শিরোপার দৌড়ে পিছিয়ে তারা। আর্সেনালের কাছে হেরে শেষ হয়ে গেছে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগও। সব মিলিয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ১২তম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে তারা।

 

তাই প্রশ্ন উঠছে রিয়ালের ডাগআউটে কোচ আনচেলত্তির থাকা নিয়ে। গুঞ্জন, চাকরি হারাতে পারেন এ ইতালিয়ান কোচ। তবে সে সব নিয়ে ভাবছেন না ৬৫ বছর বয়সী এ মাস্টারমাইন্ড।

 

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কোচ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাবের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটা এ বছরই হতে পারে, অথবা আগামী মৌসুমের শেষে আমার সঙ্গে চুক্তি শেষ হবার পরও হতে পারে। কোনটিতেই আমি কোনো সমস্যা দেখছি না। তবে একটি কথা বলতে চাই, যেদিনই এই ক্লাব ছেড়ে চলে যাব আমি রিয়ালকে শুধু ধন্যবাদ জানাব। এটা আগামীকালও হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। সবকিছুর পরেও আমি ধন্যবাদ জানাতে চাই, তখন আমার সঙ্গে চুক্তি থাকুক বা না থাকুক।’

 

আরও পড়ুন: দেড়মাস পর মাঠে ফেরা নেইমার দুই ম্যাচ খেলেই ফের ইনজুরিতে

 

এদিকে রিয়ালের দায়িত্ব নিতে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়া বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোকেও নজরে রেখেছে রিয়াল।

 

তবে আনচেলত্তির হাতে এখনো সুযোগ আছে নিজের চাকরি বাঁচানোর। সেক্ষেত্রে লা লিগায় বাকি থাকা ৭ ম্যাচে চমক দেখাতে হবে তার শিষ্যদের। এছাড়া তার দলের সামনে সুযোগ আছে কোপা দেল রে’র শিরোপা জেতার। রিয়াল তাকে সুযোগ দিতে পারে জুনের ক্লাব বিশ্বকাপেও।

 

আরও পড়ুন: ব্রাজিল অথবা রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরবেন ক্লপ!

]]>
সম্পূর্ণ পড়ুন