রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

৩ দিন আগে
পিএসএল অভিষেকেই চমক দিয়েছেন রিশাদ হোসেন। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন পারফরম্যান্সের পর এবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা করে নিয়েছেন ডানহাতি লেগ স্পিনার।

রিশাদকে ধরে রাখলেও একাদশে এক পরিবর্তন এনেছে লাহোর। পেসার জাহানদাদ খানের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার জামান খান। লাহোরের সর্বশেষ ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন জাহানদাদ।

 

করাচিতে আজ (১৫ এপ্রিল) স্বাগতিকদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে লাহোর।  লাহোর পরিবর্তন করলেও একাদশে কোনো পরিবর্তন আনেনি ডেভিড ওয়ার্নারের করাচি।

 

নিজেদের সর্বশেষ ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স। তবে প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বাজেভাবে হেরেছে তারা।

 

আরও পড়ুন: আইপিএল শেষ জাম্পার, বদলি হিসেবে যাকে দলে টানল হায়দরাবাদ

 

নিজেদের প্রথম ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রান তাড়া করে জিতেছে করাচি। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।

 

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, শাহীন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, জামান খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।

]]>
সম্পূর্ণ পড়ুন