রিয়াল মাদ্রিদের হয়ে ঠিকঠাক ম্যাচ সময় পাচ্ছেন না এন্দরিক। ২০২৪-২৫ মৌসুমে খুব বেশি ম্যাচও পাননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে ২৮ ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। লা লিগায় ২৯ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। খেলেছেন মাত্র ১০৫ মিনিট। লা লিগায় এখন পর্যন্ত শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে ১০৬ মিনিট খেলতে পেরেছেন। কোপা দেল রে’তে অবশ্য ভালোই সময় পেয়েছেন। ৪ ম্যাচে ২৮৬ মিনিট খেলেছেন।
তবে লিগে নিয়মিত ম্যাচ এবং পর্যাপ্ত সময় না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে স্বদেশি কিংবদন্তি রোমারিওকে দেয়া সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তার ভয় হচ্ছে হয়তো ২০২৬ বিশ্বকাপের দলে তিনি জায়গা পাবেন না। শঙ্কিত হওয়ার অবশ্য যৌক্তিক কারণও আছে। নেইমার ইনজুরিতে না পড়লে মার্চের উইন্ডোতে তিনি জাতীয় দলে ডাকও পেতেন না।
আরও পড়ুন: ম্যানসিটির বিপক্ষে হ্যাটট্রিক করা এই সুইডিশকে কিনতে চায় আর্সেনাল
১৮ বছর বয়সী এ তারকার শঙ্কা নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এন্দরিক ইস্যুতে প্রশ্ন উঠতে কড়া বার্তা দেন আনচেলত্তি।
তিনি বলেন, ‘কে চিন্তিত? আমি জানি না। আমি তাকে (এন্দরিক) নিয়ে আনন্দিত। আমি যখনই পারি তাকে মিনিট দিয়েছি এবং সে সবসময় সুযোগের সদ্ব্যবহার করেছে। সে কি উদ্বিগ্ন? আমি জানি না। তার আগামীকাল খেলার সুযোগ আছে। আমি তাকে খেলানোর কথা ভাবছি। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। কোনো কিছুই প্রতিযোগিতার বাইরে নেই। এটা প্রতিযোগিতার বিষয়। এখানে এমন খেলোয়াড় আছে যারা অত্যন্ত উচ্চমানের। আমার মতে, এই ক্লাবের ইতিহাসই বলে শুরুর দিকে অনেক খেলোয়াড়কে বেশ কিছুদিন বেঞ্চে বসে থাকতে হয়। ভিনিসিউস, কয়েক বছর ধরে, রদ্রিগো, ভালভার্দে, কামাভিঙ্গা। আপনি যদি রিয়াল মাদ্রিদে থাকতে চান, তাহলে আপনাকে বেঞ্চে বসে সহ্য করতে হবে।’
আরও পড়ুন: এফএ কাপের সেমিফাইনালে উঠলেও বড় দুঃসংবাদ পেয়েছে সিটিজেনরা
আলোড়ন সৃষ্টি করে ৬০ মিলিয়ন ইউরো খরচে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এন্দরিক। তবে লস ব্লাঙ্কোদের হয়ে ২৮ ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ৪ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এর মধ্যে ৩টি কোপা দেল রে আর একটি চ্যাম্পিয়ন্স লিগে।
]]>