ওয়ানডের অধিনায়কত্ব থেকে পদচ্যুতি এবং টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান ক্ষুব্দ হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। বার্তা সংস্থা পিটিআই'র প্রতিবেদন অনুযায়ী, ৩০ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে রিজওয়ানই একমাত্র ব্যক্তি, যিনি এখনও পর্যন্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেননি—যা বোর্ডের সাম্প্রতিক পরিবর্তনের বিরুদ্ধে একপ্রকার স্পষ্ট প্রতিবাদ হিসেবে ধরা হচ্ছে।
সাম্প্রতিক ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের পূর্বের ‘এলিট ক্যাটাগরি এ’ বাতিল করে দিয়েছে—যে স্তরটি শুধুমাত্র শীর্ষস্থানীয় খেলোয়াড় যেমন: রিজওয়ান, বাবর আজম ও শাহীন আফ্রিদির জন্য সংরক্ষিত ছিল। নতুন কাঠামোতে বোর্ড ওই সিনিয়র ত্রয়ীসহ মোট ১০ জন খেলোয়াড়কে 'ক্যাটাগরি বি'-তে রেখেছে। এই অবনমনকে বিশ্লেষকরা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন—তারা গত এক বছরে জাতীয় দলের পারফরম্যান্সে গভীরভাবে অসন্তুষ্ট।
আরও পড়ুন: পিএসএলে নতুন দুই দল ঠিক করতে নিলাম ডাকবে পিসিবি
বাকিরা বোর্ডের নতুন বেতন কাঠামো মেনে নিয়ে চুক্তিতে স্বাক্ষর করলেও রিজওয়ান তাতে নারাজ, কারণ তার মতে এতে তার 'সম্মানহানি' হয়েছে। গ্রেডিং নিয়ে এই অসন্তোহ আরও বেড়েছে হঠাৎ করে তাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায়। ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার নাকি চুক্তিতে স্বাক্ষরের জন্য পিসিবির সামনে দুটি 'অপরিবর্তনীয় শর্ত' রেখেছেন।
প্রথম শর্ত: সিনিয়র ও পারফর্ম করা খেলোয়াড়দের জন্য ‘ক্যাটাগরি এ’ পুনঃপ্রবর্তন করতে হবে। দ্বিতীয় শর্ত: নতুন করে নিযুক্ত যে কোনো অধিনায়ককে নির্দিষ্ট মেয়াদ ও সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে, যাতে বোর্ড হস্তক্ষেপ না করে।
আরও পড়ুন: ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে বিশ্ব রেকর্ড রোহিত শর্মার, সৌম্যর বড় লাফ
রিজওয়ান ও পিসিবির মধ্যে এই চুক্তি-সংক্রান্ত অচলাবস্থা এমন এক সময়ে দেখা দিয়েছে, যখন পাকিস্তান ক্রিকেট পূর্বেই অস্থিরতায় জর্জরিত। বিশেষ করে রিজওয়ানের মতো একজন ধারাবাহিক পারফর্মার ২০২৪ এর ডিসেম্বরের পর থেকে টি-টোয়েন্টি দলে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছেন তিনি।
জাতীয় দলের অন্যতম প্রভাবশালী এই খেলোয়াড় ও বোর্ডের দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে—যা নিয়ে ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·