রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয়বার দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়।
এর আগে, দুপুর আড়াইটার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় তার জন্য করা হয় বিশেষ দোয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
আরও পড়ুন: সিলেটের নেয়া হচ্ছে হারিছ চৌধুরীর দেহাবশেষ, দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়
তিনি বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা। বার বার এমন করে কবর থেকে আর যেন কারো দেহাবশেষ তুলতে না হয়।
গত ২০ ডিসেম্বর হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় দাফন করা হয়।