রাশেদ খান ও পুলিশ কর্মকর্তাসহ ঢামেকে ৮ জন

২ সপ্তাহ আগে
জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আহত ৭ নেতাকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

 

আহতরা হলেন: সাধারণ সম্পাদক রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)।

 

আরও পড়ুন: জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জ, মারাত্মক আহত নুর

 

হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।’

 

আরও পড়ুন: নুর আহতের ঘটনায় যে বার্তা দিলেন সারজিস-মাসউদ

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে পুলিশ সদস্যসহ মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। জরুরি বিভাগে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন