সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওই শপিংমলের পার্কিং এরিয়ায় থাকা একটি যানে বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটে।
বিভিন্ন রুশ সংবাদমাধ্যমের পোস্ট করা ভিডিওতে, মস্কভা নদীর তীরে অবস্থিত আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
তবে বিস্ফোরণের কারণ এবং ওই সময় গাড়িতে কেউ ছিল কি না তা জানা যায়নি।
আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারিতে চাপে রাশিয়া-ইউক্রেন, প্রথমবার যে প্রস্তাব পুতিনের
মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, এটি গাড়ির বিস্ফোরণ বা সিলিন্ডার দুর্ঘটনা হতে পারে। জরুরি পরিষেবাগুলো আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ বিস্ফোরণের তদন্ত করছে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তারা নাশকতা বা সন্ত্রাসবাদের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না।
]]>