রাশিয়ায় টমাহক ক্ষেপণাস্ত্র হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি পুতিনের

৪ সপ্তাহ আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনই মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না এবং সতর্ক করে দিয়েছেন, রাশিয়ায় যে কোনো হামলার প্রতিক্রিয়া অত্যন্ত গুরুতর হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই হুঁশিয়ারি দেন পুতিন।

পুতিন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বন্ধুত্বসুলভ কাজ নয় এবং এর নির্দিষ্ট পরিণতি হবে। তবে তা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। রাশিয়ার জ্বালানি খাত নিয়ে চিন্তার কিছু নেই বলেও জানান পুতিন।

 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, মস্কোর ওপর নিষেধাজ্ঞা অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা। কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনও চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না।

 

আরও পড়ুন:পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, ভারত রাশিয়া থেকে বেশি তেল কিনবে না, ট্রাম্পের এমন দাবির মধ্যে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হল।


পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।

 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন পশ্চিমা মিত্রদের সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা নিয়ে ইউক্রেনের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ৩,০০০ কিলোমিটার (১,৯০০ মাইল) পাল্লার দেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, এটি উত্তেজনা বৃদ্ধির একটি প্রচেষ্টা।

 

পুতিন বলেন, যদি এই ধরনের অস্ত্র রাশিয়ান ভূখণ্ডে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়, তাহলে এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত গুরুতর। তাদের এটি নিয়ে ভাবতে দিন।

 

ট্রাম্প কয়েক মাস ধরে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত ছিলেন, কিন্তু বুদাপেস্টে পুতিনের সাথে নতুন শীর্ষ সম্মেলনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন।

 

পুতিন সাংবাদিকদের বলেন, সংলাপ সবসময় সংঘাত বা যেকোনো বিরোধের চেয়ে ভালো, বিশেষ করে যুদ্ধের চেয়ে। আমরা সর্বদা সংলাপ অব্যাহত রাখার পক্ষে। কিন্তু যদি রাশিয়ার উপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে খুব শক্তিশালী হবে বলে সতর্ক করেন পুতিন।

 

আরও পড়ুন:রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ১০


ইউক্রেনের যুদ্ধ বন্ধে ক্রেমলিন নেতার উপর চাপ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী তেলের দাম ৫ শতাংশ বেড়ে যায়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন