রাশিয়ার পুতিন ও চীনের শি, কাকে সামলানো বেশি কঠিন মনে করেন ট্রাম্প?

৩ সপ্তাহ আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার রাশিয়ান এবং চীনা প্রতিপক্ষদের ‘খুব শক্তিশালী নেতা’ হিসেবে প্রশংসা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘টাফ’ এবং স্মার্ট’ বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন, তাদের সাথে খেলা করা যায় না।

রোববার (২ নভেম্বর) সিবিএস-এ ‘৬০ মিনিটস’-এর সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাম্প। এর আগেরবার অনুষ্ঠান থেকে তিনি ওয়াক আউট করেন এবং এই নেটওয়ার্কের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলেন।


তাকে প্রশ্নকারী বলেছিলেন, চীনের শি নাকি রাশিয়ার পুতিন, কাকে সামলানো বেশি কঠিন, ট্রাম্প উত্তর দিয়েছিলেন ‘উভয়কেই।’

 

আরও পড়ুন:মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের!


ট্রাম্প বলেন, ‘দুজনেই কঠিন। দুজনেই বুদ্ধিমান। তারা দুজনেই খুব শক্তিশালী নেতা। এরা এমন মানুষ যাদের সাথে খেলা করা যায় না। এদেরকে খুব গুরুত্ব সহকারে নিতে হয়। তাদের কেউই হালকা বিষয় নিয়ে কথা বলা পছন্দ করেন না।’

 

ট্রাম্প বলেন, ‘তারা এমন নন যে, হাঁটতে হাঁটতে বলবেন, দেখো কী সুন্দর একটা দিন, কী চমৎকার রোদ ঝলমল করছে। তারা সিরিয়াস টাইপের মানুষ। যেমন কঠোর, তেমনি বুদ্ধিমান নেতা।’

 

ট্রাম্প পরে বলেছিলেন, রাশিয়া এবং চীন উভয়েরই পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ রয়েছে এবং তিনি উভয় দেশের সাথেই পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন।
 

এদিকে, মার্কিন-চীন সম্পর্ক নিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও, তিনি এবং চীনা নেতা ভালোভাবে কাজ এগিয়ে নিচ্ছেন। কয়েক মাস ধরে টানাপোড়েনের পর, তারা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন যা নিয়ে তিনি মূলত সন্তুষ্ট।

 

পুতিনের সাথেও তার ‘খুব ভালো সম্পর্ক’ বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় ইউক্রেন সংঘাতের জন্য তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন।

 

আরও পড়ুন:এবার যুক্তরাষ্ট্রের মিউজিয়ামে চুরি, খোয়া গেছে সহস্রাধিক নিদর্শন


বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ ছিল যা আমি প্রেসিডেন্ট থাকলে কখনও ঘটত না।’  তিনি বলেন, পুতিনও এটি স্বীকার করেছেন।

 

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন