রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে যা বলল তুরস্ক

১ সপ্তাহে আগে
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনকে শান্তির পথে আপস করতে হবে। এছাড়া দু’পক্ষের মধ্যে নিবিড় আলোচনা, ফলাফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন ফিদান।

বৃহস্পতিবার (১৫ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

 

তুরস্কের আন্টালিয়া শহরে ন্যাটোর বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও বলেন, রাশিয়ান এবং ইউক্রেনীয় মধ্যস্থতাকারীদের মধ্যে প্রত্যাশিত আলোচনার আগে আশাবাদী হওয়ার কারণ রয়েছে।

 

আরও পড়ুন:ইউক্রেনে শান্তি প্রসঙ্গে ট্রাম্প / ‘পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না’

 

তিন বছরেরও বেশি সময় পরে এটি তাদের প্রথম সরাসরি আলোচনা বলেও জানান তিনি। 

 

বলেন, ‘যদি দু’পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় করা সম্ভব হয় এবং আস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।’

 

বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের।

  

যদিও ইস্তাম্বুলের শান্তি আলোচনায় পুতিন উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। 

 

আরও পড়ুন:পুতিন বৈঠকে না বসলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা, হুমকি ম্যাক্রোঁর 


এতে পুতিনের বিরুদ্ধে শান্তি আলোচনায় আগ্রহী না থাকার অভিযোগ আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরইমধ্যে আলোচনায় বসতে প্রতিরক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন জেলেনস্কি।

 

এদিকে মধ্যপ্রাচ্য ভ্রমণের তৃতীয় স্টপে, দুবাইতে অবতরণের ঠিক আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, তিনি আর পুতিন উপস্থিত না থাকলে ইউক্রেন শান্তি আলোচনায় তেমন কিছুই হবে না। 

]]>
সম্পূর্ণ পড়ুন