রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

৬ দিন আগে
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে এ বিষয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

২০১৪ সালে এক গণভোটের মধ্যদিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূতকরণ এবং এরপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ওয়াশিংটন মস্কোর ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর নিষেধাজ্ঞার মাত্রা আরও বাড়ানো হয়।

 

মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে রাশিয়াকে এসব নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেয়ার লক্ষ্যে সম্প্রতি একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: ইউক্রেনের গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র

 

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাম্পের স্বাক্ষরিত নথিতে বলা হয়েছে, ‘রুশ সরকারের নির্দিষ্ট ক্ষতিকর কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য এখনও বড় হুমকি তৈরি করছে। এ কারণে জাতীয় জরুরি অবস্থা আগামী ১৫ এপ্রিলের পরও কার্যকর থাকতে হবে।’

 

নথিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ, সাইবার আক্রমণ, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকিসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো রাশিয়ার অব্যাহত কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

 

ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত মাসে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার ব্যাংক খাতের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির ওপর শুল্ক আরোপও করতে চান তিনি।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন রুবিও

 

অ্যাক্সিওস গত শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি না হলে ট্রাম্প রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

]]>
সম্পূর্ণ পড়ুন