রামুতে পুলিশের টেলিকম বিভাগের এক সদস্যসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

২ দিন আগে
কক্সবাজারের রামুতে পুলিশের টেলিকম বিভাগের এক সদস্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের হেফাজত থেকে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত মধ্যরাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ায় এ অভিযান চালানো হয়েছে।


আটকরা হলো, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস এলাকার আব্দুল ওয়াদুদ খানের ছেলে জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) এবং রাউজান উপজেলার বাইন্ন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে প্রসূন চৌধুরী (৩৭)।


এদের মধ্যে জাহিদুল ইসলাম রামু থানা পুলিশের ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত, আহত ৩

সিরাজুল মোস্তফা বলেন, মঙ্গলবার মধ্যরাতে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ায় জনৈক ব্যক্তির বাসায় মাদকের চালান লেনদেনের কতিপয় লোকজন অবস্থানের খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এতে আভিযানিক দলের সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ৩/৪ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।


পরে বাসাটিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে আটকদের স্বীকারোক্তি মতে, ঘটনাস্থল থেকে মাদকের চালান পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার তল্লাশি করে ৭ হাজার ৫০০ টি ইয়াবা পাওয়া যায়। পরে গাড়িটি জব্দ করা হয়েছে। 


মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, আটক পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়ায় ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। তিনি ভাড়া বাসাটিকে ইয়াবা লেনদেনের কাজে ব্যবহার করতেন। আটক অপর দুইজন তার মাদক কারবারের সহযোগী। 

আরও পড়ুন: বন্দর থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পৌর কর পেলো চসিক

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সিরাজুল মোস্তফা।


রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, আটক জাহিদুল ইসলাম রামু থানায় গত তিন মাস আগে ওয়ারলেস অপারেটর হিসেবে যোগদান করেন। সংশ্লিষ্ট অভিযোগে এজাহার পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন