রোববার (৪ মে) বিকেল ৫ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশন সংলগ্ন ব্রিজের পাশ থেকে ওই পা’টি উদ্ধার করা হয় বলে জানান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন।
উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির ডান পা’টি হাঁটু নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। পা’টি দেখে ধারণা করা হচ্ছে ভূক্তভোগী ব্যক্তির আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর।
জয়নাল আবেদীন বলেন, বিকালে খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলী স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে পলিথিনের বস্তা মোড়ানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ বিচ্ছিন্ন একটি পা দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা বিষয়টি তাকে জানালে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তা মোড়ানো পা’টি উদ্ধার করেছে।
আরও পড়ুন: আ.লীগের কার্যালয়ে লিফটের খালি জায়গায় পড়ে ছিল যুবকের মরদেহ
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবরটি অবহিত হওয়ার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ব্রিজে পাশে নিচ থেকে পলিথিনের বস্তার ভিতর থেকে একটি পা উদ্ধার করেছে। পায়ের কাটা অংশে ব্যান্ডেজ মোড়ানো রয়েছে। পায়ের চামড়া ও নখের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তির আনুমানিক ষাটোর্ধ্ব।
তবে কারা, কী কারণে কাটা অবস্থায় পা’টি ফেলে দিয়েছে তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
ইমন কান্তি চৌধুরী জানান, উদ্ধার করা পা’টি পিটিআই’য়ের বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরসেনিক পরীক্ষার পর পা’টি বিচ্ছিন্ন অবস্থায় ফেলে যাওয়ার কারণ নিশ্চিত হওয়া যাবে।