বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার মর্জিনা আকতার (১৫) উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং রাজারকুল হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: বাগেরহাটে গরু আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
জানা গেছে, খবর পেয়ে স্বজনরা মর্জিনাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ওই ছাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুলহ হক চৌধুরী জানান, দুপুরে রেলে কাটা পড়ে মর্জিনা আকতার নামে এক ছাত্রী দুই পা হারিয়েছে। তিনি এ বিষয়ে খোঁজখবর রাখছেন।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·