বুধবার (২৭ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখুরঞ্জন টিএসসিসি মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ আয়োজন হয়।
সম্মেলনে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার আকারে পরিচালিত হয়।
সিওয়াইবি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন।
সিওয়াইবি রাবি শাখার সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন, সিওয়াইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মুন্না।
সম্মেলনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেশন পরিচালনা করেন বিশেষ অতিথি ফজলে এলাহী। এ ছাড়া উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার পরিচালনা করেন সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশন স্টাডিজের গবেষক মোহাম্মদ তালহা ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সিনিয়র এক্সিকিউটিভ কাজী শামস ইমতিয়াজ বার্তা।
আরও পড়ুন: ঢাকা কলেজে ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা সভা
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেন, ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ ভোক্তা অধিকার নিয়ে কাজ করছে, এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ভোক্তা অধিকার কেবল অর্থনৈতিক বা আইনি কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। আমরা প্রতিনিয়তই দেখি, আম, লিচু, ড্রাগন ফল, কলা ইত্যাদি ফলের সঙ্গে ফরমালিন মেশানো হচ্ছে, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ ভোক্তা হিসেবে আমাদের সতেজ ফলমূল এবং নিরাপদ খাদ্য গ্রহণ করার কথা।’
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে সঠিক রিজিউম বা সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেফারেন্স যাচাই ও সততা নিশ্চিত করতে হবে। নিরাপদ খাবার নিশ্চিত করা জরুরি; শুধু সস্তা খাবার গ্রহণ যথেষ্ট নয়। শিক্ষার্থীরা যদি নিরাপদ খাদ্য ও ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে সচেতন থাকে, তবে তারা সমাজে দায়িত্বশীল নেতৃত্ব দিতে পারবে।’
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।