রোববার (৪ মে) দুপুরে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় ছাত্রদল নেতারা বলেন, শিক্ষকের বাসায় গুপ্ত হামলা সবার জন্য অশনি সংকেত। এছাড়া বিপ্লব পরবর্তী রাবি প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। এভাবে চলতে থাকলে ঐক্য বিনষ্ট হবার সম্ভাবনা তৈরি হবে।
আরও পড়ুন: রাবিতে রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ
তাই ক্যাম্পাসে ঘটা প্রতিটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান ছাত্রদল নেতারা।
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।