জিম্বাবুয়ে ও আফগানিস্তানের প্রথম টেস্টে ৬টি শতক হয়েছে। যেখানে ছিল দুইটি ডাবল সেঞ্চুরিও। যদিও পঞ্চম দিনের খেলায় কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একপর্যায়ে হঠাৎ ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায়। তবে শেষ পর্যন্ত নিজেদের সামলে দিনের শেষ ভাগটা ভালো ভাবেই ব্যাট করে তারা।
আফগানদের হয়ে জাহির খান ২ উইকেট এবং গাজানফার শিকার করেন ১ উইকেট।
আরও পড়ুন: ফাইনালে দ. আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে কার সম্ভাবনা কেমন
ম্যাচটি ড্র হলেও জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচে রেকর্ড হয়েছে একগাদা। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডে নিজের আগের রেকর্ড ভেঙেছেন আফগান অধিনায়ক শহীদি। আগের ২০০ রান ভেঙে এখন শহীদির ২৪৬ রানই নতুন রেকর্ড। এছাড়া শহীদি এবং রহমতের ৩৬৪ রানের জুটিটা আফগানদের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে তো বটেই, যেকোনো উইকেটেই সর্বোচ্চ জুটির রেকর্ড।
এক ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন রহমত। ১১০ রান বাউন্ডারি থেকে নিয়েছেন তিনি। আগের সর্বোচ্চ ৯০ রান ছিল শহীদির। আগামী ২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে এই একই মাঠে।