রাতেই যেসব এলাকার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে

২ সপ্তাহ আগে
গত কয়েকদিন ধরে উত্তরের হিমেল হাওয়ায় বেশ কাঁপুনি ধরা একটা ভাব। বিকেল থেকেই ঠাণ্ডা বাতাসে জানান দিতে থাকে শীত দুয়ারে দাঁড়িয়ে। আবহাওয়ার পূর্বাভাসও বলছে দ্রুতই তাপমাত্রা কমতে পারে। এরইমধ্যে রাজশাহীর মতাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে আজ রাতেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

 

এক ফেসবুক পোস্টে তারা জানায়, আজ রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

 

এছাড়া একই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।

 

আরও পড়ুন: মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

 

তবে দিনের তাপমাত্রা সারাদেশেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না বিডব্লিউওটি।

 

এদিকে আবহাওয়া দফতরের দেয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও আগামী কয়েকদিন তাপমাত্রা কমার তথ্য জানানো হয়েছে। 

 

আবহাওয়ার আরও খবর
 

]]>
সম্পূর্ণ পড়ুন