রাতে নৈশপ্রহরীদের কম্বল দিলো ছাত্রশিবির

৪ সপ্তাহ আগে
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে নৈশ্যপ্রহরীদের শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসের ফটক ও ভবনগুলোতে দায়িত্বরত নৈশপ্রহরীসহ অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেয় সংগঠনটি।

 

বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, উত্তরের বাকি জেলাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বগুড়াতেও শীতের তীব্রতা বেড়েছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষসহ পুরো ক্যাম্পাস পাহারা দেয়ার জন্য নৈশ্যপ্রহরীরা রাত জেগে শীতের তীব্রতাকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এ উদ্যোগ নেয়া হয়েছে৷

 

আরও পড়ুন: সাঘাটায় শীতবস্ত্র পেল মাদ্রাসার ৪শ’ শিক্ষার্থী

 

নৈশ্যপ্রহরীদের শীতবস্ত্র উপহার দেয়ার সময় সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন