রোববার (০৪ মে) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সাথে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রোববার রাত ৮টার দিকে দবির মাতুব্বরের সমর্থক সোলেমান মাতুব্বরের সাথে বজলু মুন্সির সমর্থক শাহ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র, ডাল, কাতরা, টেটা, ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হন নারী-পুরুষসহ অন্তত ৪০ জন।
আরও পড়ুন: ফরিদপুরে ৩ দিন পর নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি
গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কুদ্দুস মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আহত ৬-৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামের একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
]]>