রাজস্বের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি

২ সপ্তাহ আগে
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার খসড়া অধ্যাদেশটি দ্রুত বাতিলের দাবি জানিয়েছে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন।

রোববার (৪ মে) সংগঠনটির সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকী ও সাধারণ সম্পাদক মহিদুল হাসানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

 

এতে বলা হয়, গত ৩ মে এনবিআরের বিশেষ সাধারণ সভা হয়। যেখানে সব স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে অনুমোদিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

 

আরও পড়ুন: এবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

 

বিবৃতিতে প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে ব্যাপক অসংগতি থাকায়, বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের সদস্যরাসহ জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর্মরত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকারের পরিপন্থি ও কর্মজীবন বিকাশের পরিপন্থি হওয়ায় এবং জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি পরবর্তী রাজস্ব ব্যবস্থাপনার আইনি অসুবিধা ও পরিচালনাগত জটিলতার সমাধান না থাকায় খসড়া অধ্যাদেশটি অবিলম্বে বাতিল করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, খসড়া অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ- রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ-গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে কর ও কাস্টমস ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের বাদ দিয়ে বাইরে থেকে অদক্ষ জনবল নিয়োগের সুযোগ রাখা হয়েছে। এর ফলে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা ও কার্যকারিতা হুমকির মুখে পড়বে এবং জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি ও পেশাগত ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

 

এছাড়াও রাজস্ব সংস্কারকে কেবল পৃথকীকরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজস্ব সংস্কারের সবচেয়ে প্রয়োজনীয় কার্যক্রমসমূহ যেমন টেকসই রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক আইনসমূহ প্রয়োজনীয় সংশোধন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অটোমেশন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন অনুরোধ জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন