তিনি দীর্ঘদিন পুলিশের গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তিনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
রাজশাহী জেলা পুলিশে এসপি হিসেবে কাজে যোগদানের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: বিএনপি কর্মী হত্যা মামলায় এসপি গ্রেফতার
তিনি জানান, সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ও পুলিশের মনোবল ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। যার সুফল এরইমধ্যে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা পেতে শুরু করেছেন।
গত ৫ আগস্ট ঘিরে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এমন ৩৫টি মামলায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৫ মাসে ৭ কেজি হেরোইনসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ।