বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর সামনে এঘটনা ঘটে।
এসময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম, ইট ও বালু নিক্ষেপ করেন বিএনপি-জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগ ও আসাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে নগরীর বোয়ালিয়া থানার দুইটি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখিয়ে ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রীর দিকে ডিম মারলেন শিক্ষার্থীরা
দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন। মামলা দুটিতে গ্রেফতার দেখানোর পর আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ আদালত পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দুটি মামলায় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাকে মামলা দুটিতে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। পাশাপাশি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর রাজশাহীর মোহনপুর থানার একটি মামলায় ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
আরও পড়ুন: ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
পরে ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়। ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু; আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। তবে বৃহস্পতিবার আদালত চত্বর ছিল বিএনপি-জামায়াতের নেতা–কর্মীদের দখলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসাদকে প্রিজন ভ্যান থেকে নামানো এবং তোলা হয়।