রাজশাহীতে ভাঙা রেললাইনে চলছে ট্রেন

১ সপ্তাহে আগে
রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। রোববার (১৩ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন ভাঙা রেললাইন দিয়ে চলাচল করে। 

 

পরে পথচারীরা রেললাইন ভাঙা দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন।

 

আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বে ভাগনের আঘাতে মামা নিহত

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, ‘লাইন ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছে।’

 

এর আগে একই স্থানে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল। তখনও মেরামত করা হয়েছিল। কিন্তু ফের একই স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় রেলওয়ের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন