রাজশাহীতে নারী চিকিৎসক অপহরণের ঘটনায় গ্রেফতার ৪

১ সপ্তাহে আগে
রাজশাহীতে অপহৃত শাকিরা তাসনিম দোলা (২৬) নামে সেই নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধারের পর চার যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।


বুধবার (০১ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১২ পাবনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।


উদ্ধার হওয়া চিকিৎসক ডা. শাকিরা তাসনিম রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকার আবু তাহের মো. খুরশীদের মেয়ে। তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।


আরও পড়ুন: টেকনাফে অপহৃত ৯ জনের হদিস মিলেনি দুইদিনেও


গ্রেফতাররা হলেন: প্রধান অভিযুক্ত পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), তার সহযোগী সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার বড়ংগাইল দক্ষিণপাড়া এলাকার সোলায়মান আলীর ছেলে সজিব হোসেন (২৩) ও মাইক্রোবাস চালক সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।


র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ সম্মেলনে জানান, গত ৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে চিকিৎসক শাকিরা তাসনিম দোলা ও তার বাবা আবু তাহের মো. খুরশীদকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান অপহরণকারীরা। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যান। এরপর ওইদিন রাতেই অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।


আরও পড়ুন: টেকনাফে অপহৃত ১৮ শ্রমিক ‍উদ্ধার, আটক ২


মামলার পর অপহৃত ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র‍্যাব। অপরহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকায় লুকিয়ে আছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসককে উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রধান অভিযুক্ত নিরব ও তার তিন সহযোগীকে গ্রেফতার এবং অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে র‍্যাব সদস্যরা।


র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার ইলিয়াস খান আরও জানান, উদ্ধার হওয়া ভিকটিম চিকিৎসককে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন