রাজশাহীতে দুই মোটরসাইকেলের পাশে পড়ে ছিল ৩ মরদেহ

১ সপ্তাহে আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাও জানাতে পারেনি পুলিশ।

 

ঘটনাস্থল থেকে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধার করার কাজ চলছে।

 

তিনি বলেন, ‘ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়েছে, না কি অন্য কোনো গাড়ি চাপা দিয়ে গেছে তা আমরা নিশ্চিত নই। এখনও কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।’

 

আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ আহত ৩

 

এসআই হৃদয় কুমার আরও জানান, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন