বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় তার নিজ বাড়ির দরজার সামনে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অধ্যাপক ইফতেখার আলম মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: রাবিতে রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ‘এই প্রশাসন একটা টিম। এখানে কারও ওপর অন্যায় আঘাত, সকলের ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি।’
তিনি আরও লেখেন, ‘প্রফেসর ইফতেখার মাসুদের বাসভবনের গেইটে ককটেল ছোড়া হয়েছে, এ কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। কে বা কারা জড়িত, তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’
]]>