সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি এবং ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার প্রশ্ন তোলেন, দেশে গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল আদৌ আছে কি না।
তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করার জন্য দলগুলোর সংস্কার অপরিহার্য।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং দেশে বেকারত্ব কমাতে পারলে রাজনৈতিক আয়ের উৎস আরও স্বচ্ছ হবে।
আরও পড়ুন: কোনো প্রধানমন্ত্রী যাতে দানবে পরিণত হতে না পারেন তার জন্য উচ্চকক্ষ: বদিউল আলম
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, তার দল পূর্ণ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
এনসিপি নেতা খালিদ সাইফুল্লাহ বলেন, রাজনীতিবিদদের দ্বারা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হওয়ার কারণেই ব্যবসায়ীরা রাজনীতিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দেশের চলমান পরিস্থিতি ঠিক করার জন্য রাজনীতিতে অর্থ, ক্ষমতা ও ধর্মকে সম্মিলিতভাবে (সামষ্টিকভাবে) বিবেচনা করার পরামর্শ দেন।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·