রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
সচিব আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।
এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছে।
এছাড়া সংস্কার কমিশনে সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তাও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে জানান ইসি সচিব।
আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ইসি
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·