রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২ সপ্তাহ আগে
চাঁদাবাজি, দখলদারিত্ব করে দেশের মানুষকে দুঃশাসনের মধ্যে ঠেলে দেবার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলায় গণ সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি করেন।


রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ লড়ায়ের পর ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষ ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্যাতন নিপীড়ন হাত থেকে রক্ষা পেয়েছে। আপনারা জানেন এই নির্যাতন ,নিপীড়নের কষ্টটা কী ।


উপদেষ্টা বলেন, আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দুর্নীতিবাজ ও দখলদারিত্ব শুর করেছেন। চাঁদাবাজি,দখলদারিত্ব কওে দেশের মানুষকে আবার আপনারা দুঃশাসনের মধ্যে ঠেলে দেবার চেষ্টা করবেন না। এখান থেকে সরে আসতে হবে। আপনারা দেখেছেন চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কি পরিণতি হয়। এখান থেকে সরে না আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের যে হাল হয়েছে জনগণ কাউকে ছাড় দিবে না। আপনারা যদি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে এখান থেকে সরে আসেন। আগামীর বাংলাদেশ উন্নয়ন কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে


তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লি কে চিঠি দেয়াা হয়েছে। আমরা শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য ধরে রেখে আগামীতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তির উদ্ভব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।


আরও পড়ুন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের তাগিদ উপদেষ্টা আসিফের


জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই নির্বাচন হবে। তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া হবে।


সর্বস্তরের দিনাজপুরবাসীর দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক যুগ্ম সম্পাদক  ডা. আব্দুল আহাদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ মুস্তাফিজসহ বিএনপি ও জামাত নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন