সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর ফ্লাইওভার ঢালে খলিলের গোস্তের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জমিতে কৃষিকাজ করছিলেন ইমাম হাদিয়ার রহমান, সাপের কামড়ে গেল প্রাণ
হাসপাতালে নিয়ে আসা বাসের যাত্রী গালিব সাইফুল্লাহ জানান, হেমায়েতপুরে আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন কোম্পানিতে চাকরি করেন। ডিউটে শেষে আমাদের স্টাফ বাসে করে ঢাকার ফিরছিলাম। বাসটি শাহজাহানপুর ফ্লাইওভারের ঢালে আসলে দেখতে পাই ওই নারী রাস্তা পার হচ্ছিল।
তিনি আরও জানান, এসময় বাসের চাপায় গুরুতর আহত হয় ওই নারী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর কাছে কোনো মোবাইল বা কোনো কিছু পাওয়া যায়নি। তার নাম ঠিকানা কোনো কিছুই জানা যায়নি। আমাদের কোম্পানির বাসটি থানা পুলিশ নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·