রাজধানীর শপিংমল থেকে ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩

৩ সপ্তাহ আগে
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিংমল থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সেইসঙ্গে চুরি যাওয়া ৫০ ভরি ৮ আনা গলিত স্বর্ণ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির এ কর্মকর্তা।

 

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে গায়ে জড়ানো চাদর দিয়ে আড়াল করে মাত্র ২০ সেকেন্ডেই তালা কেটে ভেতরে প্রবেশ করেন ৫ জন। মাত্র ৮ মিনিটের মধ্যে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ লোপাট করে উধাও হয়ে যায় চোরের চক্র।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ফার্নেস ওয়েল লুটের ঘটনায় মামলা, তিনদিনেও হয়নি উদ্ধার

 

ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের সহায়তায় শনাক্ত করে শনিবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু স্বর্ণালঙ্কার।

 

তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা আগে থেকেই এমন চুরির সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা দল।

 

আরও পড়ুন: বরিশালে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে খুন-ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিবির এ কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন