রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুন

৩ সপ্তাহ আগে
রাজধানীর রামপুরায় একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) ভোরে রামপুরার পলাশবাগে এ অগ্নিকাণ্ড ঘটে। 

 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। 

 

আরও পড়ুন: সুন্দরবনে একাধিক স্থানে আগুন, বিপাকে বনবিভাগ ও ফায়ার সার্ভিস

 

আগুনে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি আবাসিক ভবন থাকায় দমকল বাহিনী আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যাতে তা ছড়িয়ে না পড়ে।

 

তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। 

 

আরও পড়ুন: চায়ের চুলা থেকে আগুন ছড়িয়ে পুড়ল বাজারের ১৬ দোকান

 

এর আগে রোববার সন্ধ্যায় রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

]]>
সম্পূর্ণ পড়ুন