রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী ও যুবক নিহত

৪ দিন আগে
রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় লিপি বেগম (৪৫) ও রুহুল আমিন তাসিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহপুরে বাসচাপায় আহত হন লিপি বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক রুহুল আমিন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আশিক (২৫) ও ফারুক (২৬) নামে দুই আরোহী আহত হন।


উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. কামাল হোসেন। উত্তরা কামারপাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
 

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ও কলেজছাত্রী নিহত


তিনি আরও জানান, সকালে বাসা থেকে বের হয়ে কামারপাড়ায় কর্মস্থলে যাচ্ছিলেন লিপি বেগম। আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে  চাপা দেয়। পরে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে।


অপরদিকে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক রুহুল আমিন। আহত হন দুই আরোহী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ি গ্রামে। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন।

]]>
সম্পূর্ণ পড়ুন