বুধবার (১৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন। এসময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন মামলার বাদী। প্রথম পক্ষের বিবাহবিচ্ছেদ হলে দুই সন্তানসহ তাকে বিয়ে করেন আনোয়ার। ২০২২ সালের ৪ আগস্ট ওই নারী তার ১৪ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে বাইরে যান। এই সুযোগে মেয়েটির গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন আনোয়ার। ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ১০ থেকে ১২ বার ধর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: স্ত্রীসহ স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের কারাদণ্ড
এ ঘটনায় মেয়েটির মা ২০২২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্তের পর ২০২৩ সালের ১ এপ্রিল উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
]]>