রোববার (১১ মে) সন্ধ্যা থেকেই ঢাকার আকাশ মেঘলা। কোথাও কোথাও আবহাওয়া যেন গুমট ভাব বিরাজ করছিল।
রাত ৮টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সাড়ে ৮টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইছে শীতল বাতাস। এতে জনমনে স্বস্তি নেমে এসেছে।
মিরপুরের বাসিন্দা সাদিউল আলম বলেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরেও থাকা যায় না। ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। এবার বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়া খুব ঠান্ডা হয়েছে।
আরও পড়ুন: প্রচণ্ড তাপপ্রবাহের পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি
বিলকিস খাতুন নামে আরেক বাসিন্দা বলেন, গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছিল। এবার বৃষ্টিতে পরিবেশ ঠান্ডা হওয়ায় খুবই ভালো লাগছে। বাচ্চারাও খুব আনন্দ করছে।
শুধু মিরপুর নয়, সন্ধ্যার পরই কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এতে জনজীবনে মিলছে স্বস্তি। এছাড়া ঢাকার দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা।
এর আগে বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় রাত ১০টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস
পোস্টে তিনি লেখেন, বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
]]>