বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যার কিছু আগে ওই লেকের পাশের সড়ক দিয়ে যাওয়া মানুষজন পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। তার গায়ে কোনো শার্ট ছিল না, তবে কালো রঙয়ের প্যান্ট পরা ছিল।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: হাওড় থেকে পাওয়া বস্তাবন্দি মরদেহটি কার?
]]>